Details
নামঃ চাঁদভাগ চা বাগান লেইক
অবস্থানঃ চাঁদভাগ চা বাগান লেইক মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন ০২ নং উত্তরভাগ ইউনিয়নের অন্তর্গত চাঁদভাগ চা বাগান অভ্যন্তরে অবস্থিত।
কি ভাবে যাওয়া যায়ঃ চাঁদভাগ চা বাগান লেইকটির অবস্থান সিলেট- ফেঞ্চুগঞ্জ- মৌলভীবাজার সড়কস্ত ধামাই নামক বাস স্টেশন থেকে প্রায় ০৩ কিলোমিটার পূর্বে। তাই, সিলেট, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার ও রাজনগর থেকে বাস, সিএন জি ও অন্যান্য গাড়ী যোগে ধামাই হয়ে যেতে হয়।
*চাঁদভাগ চা বাগান লেইকটি মনোমুগ্ধকর প্রাকৃতিক লীলা বৈচিত্র চা বাগানযুক্ত উঁচু টিলা বেষ্টিত একটি বিশাল লেইক। এখানে সারাবছরই দেশীয় পাখির আনাগোনা লক্ষ্যনীয়। এছাড়াও প্রতিবছর অতিথী পাখিদের আগমন ঘটে। বনভোজন বিলাসীদের জন্য এটি একটি চমৎকার স্থান।