ব্রিটিশ শাসনামলে অনুমানিক ১৯৪৩ খ্রীষ্টাব্দে তৎকালীন মৌলভীবাজার মহকুমার রাজনগর থানার অধীনে প্রায় ৩০টি গ্রাম নিয়ে ০২নং উত্তরভাগ ইউনিয়ন গঠিত হয়। তখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। পরবর্তীতে গ্রাম প্রেসিডেন্টকে সরপঞ্চ বলা হত। ১৯৫০ খ্রীষ্টাব্দে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট বা সরপঞ্চ পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৬০ খ্রীষ্টাব্দে প্রথম উক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন মোঃ আব্দুল জব্বার। তারপর শাহ কুতুব আলী, মোঃ আব্দুর রহিম, মোঃ ইছরাইল মিয়া, মোঃ মজনুর রহমান চৌধুরী, মোঃ জিতু মিয়া ও মোঃ কবির মিয়া প্রমুখ পর্যায়ক্রমে উক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। বর্তমানে মোঃ জিতু মিয়া তৃতীয় মেয়াদে উক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ত্বরত আছেন।