Details
নামঃ রাধা বিনোদ বিগ্রহ আশ্রম, লালাপুর (পানিশাইল আখড়া)
অবস্থানঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন ০২ নং উত্তরভাগ ইউনিয়নের অন্তর্গত লালাপুর গ্রামের আখড়াঘাট বাজারের নিকটে অবস্থিত।
কি ভাবে যাওয়া যায়ঃ পানিশাইল আখড়ার অবস্থান সিলেট- ফেঞ্চুগঞ্জ- মৌলভীবাজার সড়কস্থ আখড়াঘাট বাজারের নিকটে। তাই, সিলেট, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার ও রাজনগর থেকে বাস, সিএন জি ও অন্যান্য গাড়ী যোগে আখড়াঘাট বাজারে নেমে যাওয়া যায়।
*এই আখড়া টি প্রাচীন কালে প্রতিষ্টিত, আখড়ায় শ্রী শ্রী রাধা বিনোদ বিগ্রহ মন্দির ছাড়াও অন্যান্য দেব্দেবীর বিভিন্ন প্রাচীন মন্দির অদ্যাবদি কালের সাক্ষ্য বহন করে। আখড়াটি হিন্দু ধর্মীয় পূন্যভূমি হলেও অন্যান্য ধর্মাবলম্বী লোকও প্রাচীন ইমারত সজ্জিত মন্দির গুলি প্রত্যক্ষ করতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন। প্রতিবছর সপ্তাহ ব্যাপী ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষ্যে অনুষ্ঠিত মেলায় অসংখ্য জনসমাগম হয়।