বিস্তারিত
নামঃ উত্তরভাগ চা কারখানা
অবস্থানঃ উত্তরভাগ চা কারখানা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন ০২ নং উত্তরভাগ ইউনিয়নের অন্তর্গত উত্তরভাগ চা বাগানে অবস্থিত।
কি ভাবে যাওয়া যায়ঃ উত্তরভাগ চা কারখানার অবস্থান সিলেট- ফেঞ্চুগঞ্জ- মৌলভীবাজার সড়কস্ত কালামোহা নামক বাস স্টেশন থেকে প্রায় ০২ কিলোমিটার পূর্বে। তাই, সিলেট, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার ও রাজনগর থেকে বাস, সিএন জি ও অন্যান্য গাড়ী যোগে কালামোহা হয়ে যেতে হয়।
*উত্তরভাগ চা কারখানাটি অত্যাধুনিক যান্তিক সুবিধা থাকায় পর্যটকদের দৃষ্টি আকর্ষন করে।