বিস্তারিত
নামঃ ইন্দানগর চা বাগান
অবস্থানঃ ইন্দানগর চা বাগান মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন ০২ নং উত্তরভাগ ইউনিয়নের পূর্বাঞ্চলে অবস্থিত।
কি ভাবে যাওয়া যায়ঃ ইন্দানগর চা বাগানের অবস্থান সিলেট- ফেঞ্চুগঞ্জ- মৌলভীবাজার সড়কস্ত আখড়াঘাট নামক বাস স্টেশন থেকে প্রায় ০৩ কিলোমিটার পূর্বে। তাই, সিলেট, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার ও রাজনগর থেকে বাস, সিএন জি ও অন্যান্য গাড়ী যোগে আখড়াঘাট হয়ে যেতে হয়।
*ইন্দানগর চা বাগানটি দৃষ্টি নন্দিত প্রাকৃতিক মনোরম পরিবেশ বিরাজমান থাকায় পর্যটকদের দৃষ্টি আকর্ষন করে।